এক দশক ধরেই তথ্য আদান-প্রদানে ফাইবার অপটিক কেবল ব্যবহূত হচ্ছে। এবার চিপেও আলোর গতি কাজে লাগিয়ে কম্পিউটারকে আরো গতিশীল করার চেষ্টা চলছে। ল্যাবস নামের একটি স্টার্টআপ সিলিকন ফটোনিক্স প্রযুক্তি নিয়ে কাজ করছে। আগামীতে কোয়ান্টাম কম্পিউটার, সুপারকম্পিউটার ও স্বচালিত গাড়িতে সিলিকন ফটোনিক্স প্রযুক্তি দেখা যাবে।
২০২৫ সালের মধ্যে ডাটা সেন্টারগুলোতে সিলিকন ফটোনিক্স বহুল ব্যবহূত হার্ডওয়্যারে পরিণত হবে। সূত্র : রয়টার্স