অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা পরিবেশবান্ধব এমন একটি সোলার প্যানেল বানিয়েছেন যা টেসলা গাড়িকে ১৫ হাজার ১০০ কিলোমিটার একনাগাড়ে চলার সুবিধা দেবে। তাদের কম্পানিটির নাম চার্জ অ্যারাউন্ড অস্ট্রেলিয়া (সিএএ)। প্লাস্টিকের তৈরি ১৮টি সোলার প্যানেল বানিয়েছেন তাঁরা। প্রতিটি ১৮ মিটার করে লম্বা।
গাড়ি চলতে থাকলে প্যানেলগুলোও ঘুরতে শুরু করবে এবং সূর্যের আলো শুষে নিয়ে গাড়ির চার্জার হিসেবে কাজ করবে। প্রিন্ট করা সোলার প্যানেলগুলোর প্রতি বর্গমিটারের দাম ১০ ডলার। সূত্র : রয়টার্স