হঠাৎ করে দুই হাজার বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত শহর পম্পেইতে এক রোবট কুকুরকে ঘুরে বেড়াতে দেখলে হয়তো চমকে যেতে পারেন। খ্রিস্টপূর্ব ৭৯ সালে অগ্ন্যুৎপাতে ইটালির এই প্রাচীন শহর ধ্বংস হয়ে যায়। এ পম্পেই শহরে হেঁটে হেঁটে তথ্য জোগাড় করছে যুক্তরাষ্ট্রের বোস্টন ডাইনামিকের তৈরি করা রোবট কুকুর ‘স্পট’। প্রাচীন শহরটির ডাকাত ও শিকারিরা কেমন ছিল সেসব তথ্য বের করতেই মাথায় ক্যামেরা ও লাইট নিয়ে রাস্তা, সুড়ঙ্গ এবং অলিগলিতে ঢুঁ মেরে চলেছে স্পট।