সিঙ্গাপুরের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডাইসনের হেডফোন ‘ডাইসন জোন’ গান শোনার পাশাপাশি মাস্ক হিসেবেও ব্যবহার করা যাবে। মাস্কে আছে এয়ার পিউরিফায়ার প্রযুক্তি। হেডফোনটিতে আছে অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন প্রযুক্তি। মাস্কে আছে ছোট দুটি এয়ার পাম্প ও পটাসিয়ামযুক্ত কার্বন ফিল্টার, যা বাতাসকে চারটি ধাপে বিশুদ্ধ করতে পারে।
ছয় বছর ধরে এই যন্ত্রের ৫০০টি নমুনা তৈরির পর অবশেষে এ বছরের শেষ দিকে ডিভাইসটি বাজারে আনতে যাচ্ছে ডাইসন। এখনো এটির দাম প্রকাশ করা হয়নি। সূত্র : ম্যাশেবল