বৈদ্যুতিক স্কুটারগুলো কখনো রেসিংয়ের জন্য তৈরি করা হয়নি। সময় নিয়ে ধীরে সুস্থে গন্তব্যে পৌঁছানোই হচ্ছে মূল কথা। আর ১০০ কিলোমিটার বেগে ছোটার কথা তো মাথায় আসার কথা না। তবে মোটরস্পোর্ট প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়াইকম তৈরি করেছে এমন এক স্কুটার ‘এস১-এক্স’, যা কিনা ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ছুটতে পারে। কার্বন ফাইবার চেসিস সংবলিত এই বৈদ্যুতিক বাইকে আছে ১.৫ কিলোওয়াটের ব্যাটারি।
সূত্র : ম্যাশেবল