এমআরআই মেশিন মানেই বিশাল কিছু। রোগী যত অসুস্থই হোক না কেন, এমআরআই করানোর জন্য তাকে হাসপাতালে যেতেই হয়। কিন্তু ‘হাইপারফাইন’ নামের একটি মেডিক্যাল প্রযুক্তি প্রতিষ্ঠান তৈরি করেছে বহনযোগ্য এমআরআই মেশিন। এটি সহজেই বাসায় থাকা রোগীর কাছে নিয়ে যাওয়া যায় এবং স্ট্যান্ডার্ড বৈদ্যুতিক আউটলেটেই সংযুক্ত করে কার্যক্রম পরিচালনা করা যায়। সূত্র : ম্যাশেবল