পি-৫০ পকেট ফোল্ডেবল স্মার্টফোন বাজারে এনেছে হুয়াওয়ে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ১২ জিবি র্যাম ও ৪,০০০ এমএএইচ ব্যাটারির এই প্রিমিয়াম ফোল্ডেবল ফোনটি ব্ল্যাক, ডায়মন্ড হোয়াইট ও প্রিমিয়াম গোল্ড—এই তিনটি রঙে শিগগিরই চীনের বাইরের বাজারেও পাওয়া যাবে। তবে চীনের বাইরে ব্ল্যাক কালার ভেরিয়েন্টটি পাওয়া যাবে না।
সূত্র : গিজমো চায়না।