হলুদে রঙিন আইফোন ১৪
বসন্তকালের হলুদ রঙে সেজেছে আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে নতুন কালার ভেরিয়েন্টটির ছবি প্রকাশ করে অ্যাপল। মজবুত সিরামিকের তৈরি ফ্রন্ট কাভার গ্লাসের ভাঙন ঠেকাবে। এ ছাড়া আইফোন দুটি মেরামত করাও বেশ সহজ হবে। শুক্রবার থেকে শুরু হবে প্রি-অর্ডার। বাজারে মিলবে ১৪ মার্চ থেকে।
সূত্র : অ্যাপল ডটকম