সানগ্লাসের মতো এআর গ্লাস
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্মার্ট এআর গ্লাস উন্মোচন করেছে শাওমি। এর নাম দেওয়া হয়েছে শাওমি ওয়্যারলেস এআর গ্লাস ডিসকভারি এডিশন। এতে রয়েছে মাইক্রো এলইডি ‘রেটিনা লেভেল’ ডিসপ্লে। ১২৬ গ্রাম ওজনের এআর গ্লাসটি ব্যবহার করতে স্মার্টফোনের সঙ্গে তার যুক্ত করার প্রয়োজন হবে না। এআর গ্লাসটি কবে আসবে, তা এখনো জানায়নি শাওমি।
সূত্র : এনগ্যাজেটস