টাইম ম্যাগাজিনের কাভারে চ্যাট হিস্ট্রি
চ্যাট হিস্ট্রি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটি মানুষের সঙ্গে চ্যাটজিপিটির কথোপকথনের অংশবিশেষ। চ্যাটজিপিটিকে প্রশ্ন করা হয়েছিল, এআই নিয়ে প্রতিযোগিতা সব কিছু পাল্টে দিচ্ছে কি না—এমন শিরোনামের ব্যাপারে তার মতামত কী? উত্তরে চ্যাটজিপিটি বলে, শিরোনামটি অতিরঞ্জিত, সঠিক তথ্য তুলে ধরা হয়নি। টাইম ম্যাগাজিনের মতো বিখ্যাত একটি প্রকাশনায় এআই প্রতিযোগিতার কারণে সম্ভাব্য ঝুঁকি এবং এআইয়ের উন্নয়ন ও নৈতিক ব্যবহার নিয়ে লেখা মানুষের সচেতনতা বাড়াতে পারে। আর এই চ্যাট হিস্ট্রি দিয়েই নিজের আগামী সংখ্যার প্রচ্ছদ করবে টাইম ম্যাগাজিন।
সূত্র : টাইম