রং বদলাবে বিএমডাব্লিউ
জার্মানির বিএমডাব্লিউ কম্পানির ‘কনসেপ্ট’ কার দেখলে মনে হয় যেন গাড়িটি ভবিষ্যৎ থেকে এনে হাজির করা হয়েছে। আই ভিশন ডি নামের গাড়িটির রং ৩২ বার বদলানো যাবে। এটি সম্ভব হবে ‘ই ইংক’ প্রযুক্তির মাধ্যমে। গাড়িটি বাজারে মিলবে ২০২৫ সালে। হেড আপ ডিসপ্লে ও রিয়ালিটি স্লাইডার থাকায় ড্রাইভিংসংক্রান্ত তথ্য দেখা যাবে উইন্ড স্ক্রিনে।
সূত্র : ম্যাশেবল