মহাকাশেও কাজ করবে অ্যাপলো
মানুষের কাজ কমিয়ে দিতে আসছে অ্যাপলো রোবট। নাসা ও যুক্তরাষ্ট্রের রোবটিক কম্পানি অ্যাপট্রনিক যৌথভাবে এই রোবট তৈরি করছে। ৫.৮ ইঞ্চি লম্বা ও ৭২ কেজি ওজনের রোবটটি ভার বহন করতে পারবে। এ ছাড়া ঘর মোছা থেকে শুরু করে মহাকাশে গিয়ে মানুষের কাজে সাহায্য করা—সবই সম্ভব হবে অ্যাপলোর দ্বারা।
আগামী বছরের মার্চে যুক্তরাষ্ট্রের সাউথ বাই সাউথ ওয়েস্ট ইভেন্টে এটি প্রদর্শন করা হবে। আর বাজারে আসতে পারে ২০২৪ সালে।
সূত্র : সিয়াসাত ডেইলি