ভিয়েতনামে উড়বে ফ্লায়িং ট্যাক্সি
আগামী বছর ভিয়েতনামকে ফ্লায়িং ট্যাক্সি দেবে জাপানিজ কম্পানি স্কাইড্রাইভ। এসডি-০৫ মডেলের ট্যাক্সিগুলোতে থাকবে দুটি করে সিট। ছাদে থাকবে ১২টি পাখা। একবার চার্জ দিলে ১০০ কিলোমিটার গতিতে ছয় মাইল পর্যন্ত যেতে পারবে।
এরই মধ্যে ১০টি এসডি-০৫ অর্ডার করেছে ভিয়েতনাম। পরে আরো ৯০টি ফ্লায়িং ট্যাক্সি নেবে তারা।
সূত্র : অটোইভোলিউশন