দেখতে প্লাস্টিকের মতো। ভাঁজ করা এমন ব্যাটারি তৈরি করেছেন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের দাবি, এটি বিশ্বের প্রথম কোনো ব্যাটারি, যা কিনা টেনে লম্বা করার পাশাপাশি ধোয়াও যাবে। ব্যাটারিটি ভবিষ্যতের ইলেকট্রনিকস জগেক পাল্টে দেবে। সূত্র: ম্যাশাবল