দুই সিটের ড্রোন ট্যাক্সি টু এক্স
সফলভাবে পরীক্ষায় পাস করেছে এয়ার ড্রোন ট্যাক্সি টু এক্স। প্যারিসের কাছাকাছি একটি অঞ্চলে ইলেকট্রিক ড্রোনটিকে পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ানো হয়। একবারে এটি ২০ কিলোমিটার যেতে পারে। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার।
দুই সিটের এই ড্রোনে একজন পাইলট ও যাত্রী থাকবে। ড্রোনটি ভাড়া নিতে হবে টিকিট কেটে। তৈরি করেছে জার্মান কম্পানি ভলোকপ্টার। এয়ার ড্রোন ট্যাক্সিটি চালু হবে ২০২৪ সালে।
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট