ভার নিতে পারবে ‘রেইগাল’ ড্রোন
বেশির ভাগ ড্রোনই হালকা-পাতলা জিনিস বহনে সক্ষম। ড্রোন দিয়ে শুধু চিকেন ফ্রাই, কফি বা ওষুধের বক্স বহন করা যায়—এই ভুল ধারণা ভেঙে দিয়েছে ক্যালিফোর্নিয়াভিত্তিক কার্গো ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠান অক্সনার্ড। ‘বাহুবলী’র মতো শক্তিশালী ড্রোন তৈরি করে অক্সনার্ড জানিয়েছে, ‘রেইগাল’ নামের ড্রোনটি ৩৬৭ কেজি ওজন তুলতে প্রস্তুত। ভবিষ্যতে এই ড্রোন দুই টন ওজনও বহন করতে পারবে।
এই পরিমাণ ভার নিয়ে ২২ হাজার ফুট উচ্চতায় উড়তে পারবে ২৩০ মাইল গতিতে।
সূত্র : মডার্ন শিপার