Wednesday, October 4, 2023
spot_img
Homeখেলাধুলাফখরের সেঞ্চুরির হ্যাটট্রিকে পাকিস্তানের রেকর্ড গড়া জয়

ফখরের সেঞ্চুরির হ্যাটট্রিকে পাকিস্তানের রেকর্ড গড়া জয়

পাকিস্তানের মাটিতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেবর্ড গড়েই জিততে পারলনা নিউজিল্যান্ড। ফখর জামানের টানা তৃতীয় সেঞ্চুরি হাঁকানোর দিনে ফিরলেন তিনি ম্যাচ শেষ করে। রেকর্ড গড়া জয়ের আনন্দে ভাসল পাকিস্তান। শনিবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে স্বাগতিকরা।

নিউজিল্যান্ডের দেয়া ৩৩৬ রানের টার্গেট পেরিয়ে গেছে ১০ বল বাকি থাকতে। দারুণ দুটি ফিফটিতে জয়ের নায়ক ফখরকে সঙ্গ দেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এ জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো তিনশ ছাড়ানো লক্ষ্য তাড়া করে জিতল পাকিস্তান।

তাতে ভাঙল ২০ বছরের পুরনো রেকর্ড। এর আগে তাদের বিপক্ষে সর্বোচ্চ ২৯২ রানের লক্ষ‍্য তাড়া করে জিতেছিল তারা, ২০০৩ সালে লাহোরে। একই সাথে পাকিস্তানের চতুর্থ ব‍্যাটসম‍্যান হিসেবে টানা তিন ওয়ানডে ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়লেন ফখর। ১৪৪ বলে ৬ ছক্কা ও ১৭ চারে বিস্ফোরক এই বাঁহাতি ব‍্যাটসম‍্যান অপরাজিত থাকেন ১৮০ রানে। তার আগের দুটি সেঞ্চুরিও নিউজিল‍্যান্ডের বিপক্ষেই।

এ দিন টস হেরে ব‍্যাট করতে নেমে হারিস রউফের বলে কট বিহাইন্ড হয়ে ফিরে যান উইল ইয়াং। দ্বিতীয় উইকেটে সফরকারীদের টানেন চ‍্যাড বাওয়েস ও মিচেল। প্রায় একই ছন্দে খেলে ফিফটি স্পর্শ করেন দুই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান। ৫০ বলে পঞ্চাশ করে পরের বলেই বিদায় নেন বাওয়েস, ভাঙে ৮০ বল স্থায়ী ৮৬ রানের জুটি। ৫১ বলে ৭ চারে তিনি করেন ৫১।

এরপর আক্রমণাত্মক ব‍্যাটিংয়ে ১৫৯ বলে মিচেল ও টম ল‍্যাথাম উপহার দেন ১৮৩ রানের জুটি। শুরুতে একটু সময় নন ল‍্যাথাম, ফিফটি স্পর্শ করেন ৬১ বলে। পরে তিনি বাড়ান রানের গতি। ১০২ বলে ক‍্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি ছুঁয়ে রানের গতিতে দম দেন মিচেলও। তাদের ঝড়ো ব‍্যাটিংয়ে শেষ ১১ ওভারে ১০৭ রান তোলে নিউ জিল‍্যান্ড।

টানা দ্বিতীয় সেঞ্চুরি করা মিচেলকে ফিরিয়ে ১৮৩ রানের জুটি ভাঙেন নাসিম শাহ। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৮ রানে থামেন ল‍্যাথাম। তার ৮৫ বলের ইনিংস গড়া আট চার ও এক ছক্কায়। বল হাতে ৭৮ রানে ৪ উইকেট নেন গতিময় পেসার রউফ। অন‍্য উইকেটটি নেন নাসিম।

জবাবে স্বাগতিক পাকিস্তানকে ভালো শুরু এনে দেন ইমাম-উল-হক ও ফখর। দশম ওভারে ইমামকে ফিরিয়ে ৬৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ম‍্যাট হেনরি। দ্বিতীয় উইকেটে ১২২ বলে ১৩৫ রানের জুটিতে স্বাগতিকদের টানেন ফখর ও বাবর। নিজের মতো করে খেলেন পাকিস্তান অধিনায়ক। অন‍্য প্রান্তে বোলারদের চাপে রাখেন ফখর। ৪৪ বলে পঞ্চাশ ছুঁয়ে তিনি ৮৩ বলে স্পর্শ করেন তিন অঙ্ক। এরপর রানের গতি বাড়ান আরও।

পঞ্চাশ ছুঁয়ে বেশিদূর যেতে পারেননি বাবর। ইশ সোধির চমৎকার এক ডেলিভারিতে বিদায় নেন এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান। ৬৬ বলে খেলা ৬৫ রানের ইনিংসটি গড়া ৫ চার ও ১ ছক্কায়। তবে আব্দুল্লাহ শফিকের দ্রুত বিদায়ে ম‍্যাচে ফেরার আশা জাগায় নিউজিল‍্যান্ড। কিন্তু পাল্টা আক্রমণে সফরকারীদের চেপে বসতে দেননি ফখর ও রিজওয়ান।

৮৬ বলে ১১৯ রানের জুটিতে ম‍্যাচ শেষ করে আসেন দুই জনে। গিয়েই চার মেরে শুরু করা রিজওয়ান ৬ চারে ৪১ বলে অপরাজিত থাকেন ৫৪ রানে। আগামী বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচিতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments