লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে, বহুল আলোচিত সাইফ আল ইসলাম গাদ্দাফি প্রেসিডেন্ট নির্বাচন করছেন। আগামী ২৪শে ডিসেম্বর লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে তিনি এরই মধ্যে প্রার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন। নির্বাচন কমিশনের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। কমিশন রোববার একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সেবা’য় হাই ন্যাশনাল ইলেকটোরাল কমিশন অফিসে প্রার্থিতার আবেদন জমা দিয়েছেন সাইফ আল ইসলাম আল গাদ্দাফি। এই নির্বাচনে তাকে একজন প্রথম সারির প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছেন লিবিয়ার পূর্বাঞ্চলীয় কমান্ডার খলিফা হাফতার, প্রধানমন্ত্রী আবদুল হামিদ দিবা এবং পার্লামেন্টের স্পিকার আগুইলা সালেহ।সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফ আল গাদ্দাফির যে ছবি ছড়িয়ে পড়েছে তাতে তাকে দেখা যায় সাদা দাড়ি মুখে। চোখে চশমা। গায়ে বাদামী জুব্বা। মাথায় পাগড়ি। রোববার সেবা শহরে নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসে তাকে ডকুমেন্টে স্বাক্ষর করতে দেখা গেছে।
আগামী ২৪শে ডিসেম্বর নির্বাচন নিয়ে লিবিয়ার বিভিন্ন অংশ এবং বিদেশি শক্তিগুলোর সমর্থন থাকলেও শেষ পর্যন্ত নির্বাচন হয় কিনা, তা নিয়ে আছে সংশয়। কারণ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এর নিয়মকানুন এবং শিডিউল নিয়ে দ্বন্দ্বে লিপ্ত। শুক্রবার এ নিয়ে প্যারিসে বড় এক কনফারেন্স হয়ে গেছে। তাতে সবাই একমত হয়েছেন, যে বা যারা ভোটে বিঘœ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে তাদের বিরুদ্ধে অবরোধ দেয়া হবে। লিবিয়ায় দীর্ঘদিন ধরে চলমান সহিংসতার মধ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং শান্তি স্থাপনে জাতিসংঘ সমর্থিত এই নির্বাচন। মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই লিবিয়া এক ভয়াবহ বিশৃংখল অবস্থায়। বিবদমান গ্রুপগুলোর মধ্যে প্রায়শই সংঘাত লেগেই থাকছে।