যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোরবিরোধী ফ্লোরিডার গভর্নর রন ডি’স্যান্তিস যদি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন করেন, তাহলে তাকেই সমর্থন দেবেন বিলিয়নিয়ার ইলন মাস্ক। রয়টার্স এবং ব্লুমবার্গ তাদের রিপোর্টে এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যদি রিপাবলিকান দল থেকে ডি’স্যান্তিস প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তাকে সমর্থন করবেন কিনা? এমন এক প্রশ্নের উত্তরে ইলন মাস্ক টুইটারে বলেছেন-হ্যাঁ। ইলন মাস্ক ডেমোক্রেট দলের সমর্থক বলে নিজেকে মনে করেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে তিনি বড় আকারে সমর্থন দিয়েছিলেন এবং ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে অনিচ্ছায় তিনি ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে ভোট দিয়েছিলেন বলে দাবি করেন।
টুইটে ইলন মাস্ক বলেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আমার পছন্দ এমন একজন ব্যক্তি হবেন, যিনি হবেন বিচক্ষণ এবং মধ্যপন্থি বা উদারপন্থি। আমি আশা করেছিলাম বাইডেন প্রশাসন তেমনই হবে। কিন্তু এখন পর্যন্ত আমি হতাশ। ফলে তিনি ইঙ্গিত দিয়েছেন ডেমোক্রেটিক দল থেকে আদর্শবান কোনো প্রার্থীকে তিনি দেখতে পাননি। ফলে পরের প্রেসিডেন্ট নির্বাচনে রন ডি’স্যান্তিসকে তিনি সমর্থন দিতে চান। অবশ্য, ডি’স্যান্তিস যদি প্রতিদ্বন্দ্বিতা করেন।