Friday, July 26, 2024
spot_img
Homeজাতীয়প্রেসিডেন্টের চিঠি পাওয়ার পর সংলাপের সিদ্ধান্ত: ফখরুল

প্রেসিডেন্টের চিঠি পাওয়ার পর সংলাপের সিদ্ধান্ত: ফখরুল

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের যে উদ্যোগ নিয়েছেন তার আমন্ত্রণ বিএনপি এখনো পায়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিঠি পেলেই সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার রাতে রাজধানীর বনানীতে স্বেচ্ছাসেবী সংগঠন অর্পণের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি আরও বলেন, প্রেসিডেন্টের সংলাপের কোনো চিঠি পায়নি বিএনপি। চিঠি পেলে এটা নিয়ে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি আমরা।

আয়োজক সংগঠনের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, গত এক যুগ ধরে স্বেচ্ছাসেবী সংগঠন অর্পণের মাধ্যমে বিথিকা বিনতে হোসাইন অত্যন্ত সাফল্যের সঙ্গে সরকারের হাতে নির্যাতিত, গুম, খুন হওয়া গণতান্ত্রিক কর্মীদের পরিবারগুলোকে সাহায্য করে আসছেন।

বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী কেন্দ্রীয় কৃষক দল নেতা মো. ইউনুস আলীসহ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments