শত ব্যস্ততা সত্ত্বেও নিজের এবং পরিবারের কোরআনচর্চার ব্যাপারে যত্নবান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। নিয়মিত কোরআনচর্চায় অবহেলা নেই এই নেতার। প্রেসিডেন্ট প্যালেসে নিজের আদুরে নাতি আহমাদ আকেফকে পবিত্র কোরআনের শিক্ষা দিচ্ছেন প্রেসিডেন্ট নিজেই।
ছবি : তুর্কি গণমাধ্যম