Wednesday, October 4, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিপ্রিমো আর নাইনের মূল্যছাড়

প্রিমো আর নাইনের মূল্যছাড়

ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ‘প্রিমো আর নাইন’ স্মার্টফোনটি পাওয়া যায় ১১ হাজার ৯৯৯ টাকায়। তবে ‘তুফানি সেল’ ক্যাম্পেইনে ওয়ালটনের       ই-কমার্স প্ল্যাটফরম ই-প্লাজা (eplaza.waltonbd.com) এবং ওয়ালকার্ট (walcart.com) থেকে ফোনটি কিনলে এক হাজার ৫০৯ টাকা ছাড় পাচ্ছেন ক্রেতারা।

এই সুবিধায় ১ জুলাই পর্যন্ত ফোনটি ১০ হাজার ৪৯০ টাকায় কেনা যাবে। মোবাইল ব্যাংকিং মাধ্যম নগদ ব্যবহার করে ওয়ালকার্ট থেকে ফোনটি কিনলে আরো ১০ শতাংশ ক্যাশব্যাক (সর্বোচ্চ ৪০০ টাকা) এবং ফ্রি হোম ডেলিভারি সুবিধা পাওয়া যাবে।

অরোরা গ্রিন ও ম্যাগনেটিক ব্ল্যাক রঙের ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিউ-ড্রপ ডিসপ্লে, অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, ১.৮ গিগাহার্জ গতির শক্তিশালী হেলিও জি২৫ অক্টাকোর প্রসেসর, ৩ গিগাবাইট এলপিডিডিআর৪ র‌্যাম, ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ, ১২৮ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট, ১৩ মেগাপিক্সেলের প্রধান সেন্সরসহ এআই ট্রিপল (তিন) রিয়ার ক্যামেরা, টাইপ সি পোর্টসহ ৫০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments