বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল শনিবার। গত কয়েক দিন ধরেই এই নির্বাচন নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। বফুফের সভাপতি প্রার্থীতা নিয়েও অনেক জলঘোলা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পার হওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ান সভাপতি প্রার্থী বাদল রায়। তবে এতে লাভ হয়নি, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোট পেলে সভাপতি হবেন বাদল রায়।
আজ শুক্রবার বিকেলে নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাদল রায়ের প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনটির প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন। মেজবাহ উদ্দিন বলেন, ‘এই বিষয়ে আগেই বলা হয়েছে- লিখিত আবেদনের মাধ্যমে তিনি (বাদল রায়) মনোনয়ন প্রত্যাহার করেছেন। তার স্ত্রী সেটা দিয়ে গেছেন। নিজেও সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। এটা তার বার্তা ভোটারদের সঙ্গে। তবে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তিনি এখনো প্রার্থী। সুতরাং ভোট পেলে একজন প্রার্থীর যা হয় উনারও তাই হবে।’