Friday, September 22, 2023
spot_img
Homeবিনোদনপ্রাপ্তবয়স্ক ছবির তারকা হতে চেয়েছিলেন শাহরুখ

প্রাপ্তবয়স্ক ছবির তারকা হতে চেয়েছিলেন শাহরুখ

২০১৮ সালের পর আর বড় পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে। ‘জিরো’ নামের সিনেমাটি ব্যবসায়ীকভাবে ব্যর্থ হওয়ার পর হতাশ হয়ে পড়েছিলেন তিনি। দীর্ঘ এ বিরতিও অবশ্য তার কাম্য ছিল না। সম্প্রতি শাহরুখ নিজেও জানান, আরও আগে ফেরার কথা ছিল তার। তবে করোনার কারণে তা সম্ভব হয়নি। বলিউডের কিংকে আবারও বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। কয়েকদিন পরেই মুক্তি পেতে চলেছে ‘পাঠান’। তবে এখন যিনি বলিউডের কিং বলে খ্যাতি অর্জন করেছেন, আশ্চর্যজনক হলেও সত্য যে নিজে অভিনেতা নয়, হতে চেয়েছিলেন একজন পর্ণো তারকা। প্রাপ্তবয়স্কদের ছবির তারকা হওয়ারই ইচ্ছা নাকি তার ছিল বরাবর। এমনটি বলেছিলেন ২০১৩ সালে।

ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ অরিন্দম চৌধুরীর একটি বই প্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের সম্পর্কে এমন বিস্ফোরক দাবি করেছিলেন তিনি। আসলে ওই অনুষ্ঠানে নিজের নতুন বই ‘ডিসকভার দ্য ডায়মন্ড ইন ইউ’-এর একটি অংশ পড়ে শোনান অরিন্দম চৌধুরী। সেখানে লেখা ছিল, কীভাবে একজন পর্নো তারকা থেকে হলিউডের একজন আইকনিক অভিনেতা হয়ে ওঠেন সিলভেস্টার স্ট্যালোন। অরিন্দমের কথা শুনে রসিকতা করার লোভ সামলাতে পারেননি শাহরুখ। তিনি বলে ওঠেন, আমি বরাবর একজন পর্নো তারকা হওয়ার স্বপ্ন দেখে এসেছি। আমি খুব ইতিবাচক এবং স্বচ্ছভাবে কাজ করব যাতে আমার এই পর্নো তারকা হওয়ার স্বপ্নটা পূরণ হতে পারে। অভিনেতা আরও জানিয়েছিলেন, সিলভেস্টার স্ট্যালোন যিনি কিনা পর্নো তারকা থেকে পরবর্তীকালে হলিউড তারকা হন, তার বড় ভক্ত তিনি। তাই তার পথ অনুসরণ করেই বিশ্বের সবথেকে বড় পর্নো তারকা আমেরিকায় নিজের পতাকা ওড়াতে চান—এমনটাই বলেছিলেন বলিউড বাদশাহ। বই প্রকাশ অনুষ্ঠানের মতো গুরুগম্ভীর অনুষ্ঠানেও তার কথা শুনে হাসির ফোয়ারা ছুটেছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments