ইতালিয়ান ফুটবলের নতুন পাওয়ার হাউস আতালান্তার বিপক্ষে নাটকীয় জয়ে সেমিফাইনালে নাম লেখায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আর মাত্র ১১ বছর আগে ফুটবলের পথচলা শুরু করা জার্মান ক্লাব আরবি লাইপজিগ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জিতে প্রথমবারের মতো শেষ চারে ওঠে। জার্মান ক্লাবটি তাদের স্বপ্নময় পথচলা টেনে নিতে মরিয়া ফাইনাল পর্যন্ত। আর চ্যাম্পিয়ন্স লীগ জয়ের জন্য কোটি কোটি ডলার খরচ করা পিএসজিও উঠতে চায় স্বপ্নের ফাইনালে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে এক লেগের সেমিফাইনালে পিএসজি-লাইপজিগ মুখোমুখি হচ্ছে আজ। পর্তুগালের রাজধানী লিসবনে খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১টায়।
লাইপজিগের সেমিতে ওঠা অপ্রত্যাশিত ভাবলে ভুল হবে। দলটি শেষ ষোলোয় হারায় অভিজ্ঞ কোচ হোসে মরিনহোর টটেনহ্যাম হটস্পারকে। আর কোয়ার্টার ফাইনালে বিদায় করে অপর অভিজ্ঞ কোচ ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদকে। চলতি মৌসুমে জার্মান বুন্দেসলিগায় ৩৪ ম্যাচের মাত্র ৪টিতে হেরেছে আরবি লাইপজিগ। তিনে থেকে শেষ করেছে আসর। চ্যাম্পিয়ন্স লীগে দ্বিতীয়বার খেলতে আসা দলটি ইউরোপ সেরার মঞ্চে ১৫ ম্যাচের ৮টিতেই জিতেছে। এরমধ্যে ৮ নক আউট পর্বের ম্যাচে জয় সাতটি। ফরাসি লীগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার খেলছে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে। ১৯৯৫ সালে সেমিতে তারা হেরেছিল এসি মিলানের কাছে।
ব্রাজিলিয়ান তারকা নেইমারেরও সুযোগ ক্যারিয়ারের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লীগ জয়ের। ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার জার্সিতে প্রথম ইউরোপ সেরার স্বাদ পাওয়া নেইমার সেবার ১০ গোল করে রেখেছিলেন দারুণ ভূমিকা। ২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে আসার পর প্রতিবারই ছিটকে গেছেন চ্যাম্পিয়ন্স লীগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে। কোয়ার্টার ফাইনালে ম্যাচসেরার পুরস্কার জয়ী ব্রাজিলিয়ান সুপারস্টারের সামনে এবার সুযোগ দলকে ফাইনালে তোলার। আতালান্তার বিপক্ষে ম্যাচের একবারে শেষ দিকে দুই গোল আদায় করে (২-১) সেমির টিকিট নিশ্চিত করেন নেইমার-এমবাপ্পেরা।