Wednesday, June 12, 2024
spot_img
Homeবিনোদন'প্রতিটা নাটক-ওয়েব সিরিজের সেন্সর হওয়া উচিত' (ভিডিও)

‘প্রতিটা নাটক-ওয়েব সিরিজের সেন্সর হওয়া উচিত’ (ভিডিও)

সিনেমার মতো প্রতিটি নাটক-ওয়েব সিরিজের সেন্সর হওয়া উচিত। সেন্সর থাকলে তারা যা-তা বানিয়ে পার পাবে না বলে মনে করেন প্রবীণ নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, সমাজের প্রতি নির্মাতাদের দায়বদ্ধতা অনেক। আমি মনে করি, সিনেমার মতো নাটক-ওয়েব সিরিজেও সেন্সর থাকা উচিত। ছোটপর্দা বা বড়পর্দার কোনো কিছুই সেন্সর ছাড়া প্রচার হওয়া উচিত নয়। এসব মাধ্যমে অশ্লীল ভাষা বা দৃশ্য জুড়ে দেওয়া অপরাধ। এগুলো যারা নির্মাণ করেন, যেসব মাধ্যমে প্রচার করা হয় সবার শাস্তি হওয়া উচিত।

তিনি বলেন, আমি মনে করি না যে সিনেমায় বাংলা ভাষার ব্যবহার সঠিক হচ্ছে না। সিনেমার কোনো দৃশ্যে যদি অশ্লীল ভাষা ব্যবহার করা হয় তাহলে সেটা অপরাধ। যে এটা নির্মাণ করল আমি বলব সে একটা অপদার্থ। আর যে প্রচার করল সে তার চেয়েও বড় অপরাধী। কারণ তারও তো সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। দুজনেরই শাস্তি হওয়া উচিত।

দেলোয়ার জাহান আরও বলেন, অনেকেই অশ্লীল দৃশ্য কেটে রেখে ছবি সেন্সরে জমা দেয়। ছাড়পত্র পাওয়ার পর ওই অশ্লীল দৃশ্যগুলো ছবিতে জুড়ে দেয়। এগুলো অন্যায়।
 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments