Thursday, June 8, 2023
spot_img
Homeবিনোদনপ্রচারণায় ব্যস্ত পরীমনি

প্রচারণায় ব্যস্ত পরীমনি

স্বামী শরিফুল রাজের সঙ্গে গত বেশ কিছুদিন ধরেই পরীমনির বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা চলছে। এতসব আলোচনার মাঝেই চেনা জগতে বেশ ঘটা করেই ফিরলেন পরীমনি।  গতকাল সকালে পৌষের কনকনে শীত আর কুয়াশাকে কেয়ার না করে রাজধানীর বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজে হাজির হলেন ‘প্রীতিলতা’ অভিনেত্রী। চলতি বছরের এ মাসেই বছরের প্রথম ছবি মুক্তি পেতে যাচ্ছে তার। তাই তো আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি নিয়ে একটু বেশিই উচ্ছ্বসিত পরী। ৪ঠা জানুয়ারি সকাল ৭টা ৩০ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে কলেজের ছাত্রদের সঙ্গে পরী। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে পরীকে পেয়ে সবাই বেশ উচ্ছ্বসিত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচি খন্দকার ও পরিচালক আবু রায়হান জুয়েল। সিনেমা টিম এর পক্ষ থেকে বাচ্চাদের মধ্যে কলম ও ক্লাস রুটিন বিতরণ করা হয়।

সব ভুলে সিনেমায় ব্যস্ত পরী পোস্টে লিখেছেন, শুভ সকাল! আমাদের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর প্রধান দর্শক অনেক ভালোবাসা আপনাদের জন্য। দেখা হবে সিনেমা হলে আসছে ২০শে জানুয়ারি। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের দিন,রাতুলের রাত’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন আবু রায়হান জুয়েল। সিনেমায় পরী জুটি বেঁধেছেন সিয়ামের সঙ্গে। এ ছাড়াও অভিনয়ে আছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশিষ খন্দকার, আবু হুরায়রা তানভীরসহ অনেকে। পরীমনি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘মুখোশ’। ইফতেখার শুভ নির্মিত সিনেমাটি মুক্তি পেয়েছিল গতবছর মার্চে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments