বিয়ে করছেন রাজকুমার রাও এবং পত্রলেখা। এত দিনে এই খবরে সিলমোহর পড়ে গিয়েছে। মুম্বই থেকে দূরে চণ্ডীগড়ে বিয়ে করবেন তারা। ভক্তদের সুবাদে শুধু খুঁটিনাটি তথ্যই নয়, এবার প্রকাশ্যে এল বিয়ের কার্ডও। টুইটারে রাজকুমারের একটি ফ্যানপেজ তার বিয়ের কার্ডটি পোস্ট করেছে। নীল রঙের কার্ডের উপর ঝাড়বাতি, কলাগাছ আকা। সম্ভবত, শুভ কাজের প্রতীক হিসেবে এগুলিকে ব্যবহার করা হয়েছে। সেই কার্ড থেকেই জানা গিয়েছে, চণ্ডীগড়ের একটি বিলাসবহুল হোটেলে আগামী ২১ নভেম্বর সম্পন্ন হবে তাদের বিয়ের অনুষ্ঠান।শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের ধুমধাম। ঘনিষ্ঠ বৃত্তের মানুষদের নিয়ে আনন্দে মেতে উঠেছেন রাজকুমার-পত্রলেখা। কিছু দিন আগেই হাঁটু মুড়ে বসে নতুন করে হবু স্ত্রীকে প্রেম নিবেদন করেছিলেন অভিনেতা। এবার আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। জীবনের নতুন অধ্যায় শুরু হল বলে!