প্রকাশ্যে এলো সংগীতশিল্পী তারান্নুম আফরীনের নতুন গান ‘সত্যি কিনা বল’। গানটির কথা লিখেছেন রত্না রানী দাস। আর সুর করেছেন এবং সরোদ বাজিয়েছেন তানিম হায়াৎ খান রাজিত। সংগীতায়োজন করেছেন মাহবুব মিনেল। গানটি প্রসঙ্গে তারান্নুম বলেন, গানটা আমার কাছে বিশেষ হবার অনেক কারণ আছে। গানটার বাণী অতুলনীয়। সেই সাথে সুরে রয়েছে ভীষণ রকম মুন্সিয়ানা। রাজিত ভাইয়ের সমৃদ্ধ সুর সাধক পরিবারের ছোঁয়া পাওয়া গেছে। মিনেল অপূর্ব কম্পোজ করেছে। আশা করছি কেউ নিরাশ হবে না ‘সত্যি কিনা বল’ গানের মিউজিক ভিডিওটি আরও একটি কারণে বিশেষ। এই গানটি পাঁচটি ভিন্ন ভিন্ন লোকেশনে ধারণ হয়েছে। দার্জিলিং, বিজনপুর, সল্টলেক, মেলবোর্ন ও সিডনি। গানটির মূল অভিনয় শিল্পী প্রিয়াঙ্কা পাল একজন ক্ল্যাসিকাল ডান্সার। এই ভিডিওর সিনেমাটোগ্রাফার ছিলেন সুশান্ত অধিকারি। গানটি ডক্টর তারান্নুম আফরীন অফিশিয়াল শীর্ষক ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে।