Wednesday, March 22, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিপোস্ট পিন করার সুযোগ আসছে ইনস্টাগ্রামে

পোস্ট পিন করার সুযোগ আসছে ইনস্টাগ্রামে

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রফাইলে সবচেয়ে পছন্দের পোস্ট পিন করে রাখার সুযোগ আসছে। পিন পোস্টের ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ফটো শেয়ারিং অ্যাপটি। সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। পোস্টের ওপরে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করলে তারা ‘পিন টু ইওর প্রফাইল’ নামের একটি অপশন দেখতে পাবেন।

অপশনটিতে ক্লিক করলেই পোস্ট পিন করা যাবে।

ইনস্টাগ্রামে একসঙ্গে তিনটি পোস্ট পিন করে রাখার সুযোগ থাকবে। পোস্টগুলোর ওপরে পিনের আইকন দেখা যাবে। কোনো পোস্ট পিন করে রাখলে তা প্রফাইলের শুরুতেই দেখা যায়। স্ক্রল করে নিচে নেমে খুঁজতে হয় না। পিন পোস্ট ফিচারটি টুইটারে, টিকটকে ও ফেসবুকে আছে। ফিচারটি সবচেয়ে বেশি কাজে লাগে কনটেন্ট নির্মাতাদের।

পণ্যের প্রচারণামূলক পোস্টের জন্য তারা এই ফিচার ব্যবহার করে থাকে। মেটার মুখপাত্র জানিয়েছেন, পিন পোস্টসহ আরো কয়েকটি ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে ফিচারটি কবে নাগাদ উন্মুক্ত হবে তা জানাননি তিনি। সূত্র : দ্য ভার্জ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments