Saturday, April 1, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিপৃথিবীর দিকে ধেয়ে আসছে এক ধূমকেতু!

পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক ধূমকেতু!

মে মাসে সহসা আলোকিত হয়ে উঠবে আকাশ। জ্বলে উঠবে অন্ধকার শূন্যতা। পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক ধূমকেতু। যার নাম- সি/২০২১ ও৩ প্যানস্টারর্স। সৌরজগতের অন্তর্গ্রহশূন্যতায় এই প্রথম নেমে আসছে এটি। আগামি মে মাসে এটি পৃথিবীকে অতিক্রম করতে পারে বলে অনুমান করা হচ্ছে।

অবশ্য গত বছরের জুলাইতে এই তথ্য জানা গিয়েছিল। তখনই তার যাত্রা শুরু হয়ে গিয়েছিল। এখন এটি সূর্যের পেছন দিকে অবস্থান করছে। এটা উর্ট ক্লাউড থেকে বেরিয়ে আসছে। এই উর্ট ক্লাউড হল সৌরজগতের সব থেকে দূরের অঞ্চল। মনে করা হয়, এই উর্ট ক্লাউড দৈত্যাকার এক মেঘপুঞ্জ।

মহাকাশে সূর্য বা অন্য নক্ষত্র কঠিন গ্যাস, ধুলা, বরফখণ্ড ও পাথরে তৈরি হয়ে ওঠে। এগুলো তৈরি হয়ে গেলে যা এখান থেকে উদ্বৃত্ত হয়, সেগুলো থেকেই তৈরি হয় উল্কা বা ধূমকেতু। এর ক্ষেত্রেও একই কথা খাটে।
সূর্যের কাছ দিয়ে এটি যাবে আগামি ২১ এপ্রিল। আর পৃথিবীর কাছ দিয়ে যাবে মে মাসের ৮ তারিখ। মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই ধূমকেতুটি সৌরজগতে আসছে এই প্রথম। আর এবার এটি যদি কোনও ভাবে সূর্যের আকর্ষণ সামাল দিয়ে বেরিয়ে যেতে পারে, তবে আর কোনও দিনই এটি সৌরজগতে ফিরে আসবে না। মিল্কি ওয়েতে ভেসে বেড়াবে। সূত্র : দ্য স্কাইলাইভ ডটকম, ফোর্বস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments