নির্মাতা জাকির হোসেন রাজুর অভিমত
দিলারা হানিফ পূর্ণিমার পরে অভিনেত্রী বুবলীকে ক্লিন ইমেজের নায়িকা হিসেবে অভিহিত করেছেন নির্মাতা জাকির হোসেন রাজু। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘তালাশ’ সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন।
এই অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চনসহ একাধিক নির্মাতা ও অভিনয়শিল্পী দেশের সব গণমাধ্যমের কর্মী ও সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন।
জাকির হোসেন রাজু বলেন, ‘আমার হাত ধরে এসেছেন জনপ্রিয় নায়িকা পূর্ণিমা।
একজন ক্লিন ইমেজের নায়িকা হিসেবে পরিচিত সবার কাছে তিনি। আমি আরো একজনের কথা বলতে চাই, তিনি শবনম বুবলী। আমার নির্দেশনায় ‘মনের মতো মানুষ পাইলাম না’ নামে একটা ছবিতে বুবলী কাজ করেছিলেন। ’’
বুকের ভেতর আগুন সিনেমার এই নির্মাতা বলেন, ‘সেই ছবির পর আমি অনেক সাক্ষাৎকারে তাকে নিয়ে কথা বলেছি। কাজ করতে গিয়ে দেখেছি কী পরিমাণ ধৈর্য তার মধ্যে। শুটিংয়ের সময় একদিন সকাল ৮টায় এসে বিকেল ৩টা পর্যন্ত সে বসে থেকেছে। অন্য কাজের ঝামেলায় আমি তাকে ক্যামেরার সামনে ডাকতে পারিনি। ’
রাজু বলেন, কিন্তু বুবলী আমাকে বলেছে, ‘আপনি নিশ্চিন্তে কাজ করুন। আমি রাত ১১টা পর্যন্তও বসে থাকব, একটা শট না দিয়েও। আপনি পরিচালক হিসেবে নিশ্চিন্তে থাকুন। আরামে কাজ করুন। আমাকে নিয়ে কোনো টেনশন করবেন না। শুধু কাজের জন্য বুবলী ধৈর্য দেখিয়েছেন এমনটা না। মানুষ হিসেবেও চমৎকার উল্লেখ করে জাকির হোসেন রাজু বলেন, বুবলী যেমন একজন ভালো শিল্পী, তেমন ভালো মানুষও। আমি তার আচার-আচরণে ভীষণ সন্তুষ্ট। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে সব সময় ভালো রাখে। সুখে রাখে। ’