Saturday, July 27, 2024
spot_img
Homeজাতীয়পুলিশে ছাত্রলীগের ছেলেদের নিয়োগে সুপারিশের সুযোগ চাইলেন এমপি

পুলিশে ছাত্রলীগের ছেলেদের নিয়োগে সুপারিশের সুযোগ চাইলেন এমপি

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশে ছাত্রলীগের ছেলেদের নিয়োগের ব্যাপারে সুপারিশ গ্রহণ করার সুযোগ চাইলেন সংরক্ষিত নারী আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপিসহ সিলেট রেঞ্জের ডিআইজি মজিফ উদ্দিন আহমেদ, মৌলভীবাজার সদর আসনের এমপি নেছার আহমদ ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

মৌলভীবাজার পুলিশ লাইনসে মতবিনিময় সভায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় এ দাবি জানান এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন।

এ সময় সংরক্ষিত আসনের নারী সদস্য জোহরা আলাউদ্দিন বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্রদলের ৫ হাজার ক্যাডারকে পুলিশে চাকরি দিয়েছিল। আমাদের ছাত্রলীগের কর্মী যারা আছেন, তারা চাকরি পান না। এই ছেলেরা কি চাকরি পাওয়ার জন্য এতই অযোগ্য। এই ছেলেদের জন্য আমরা এমপি হয়েও সুপারিশের সুযোগ পাই না। মন্ত্রী যদি আমাদের সুযোগ দেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভাইভায় যাতে আমরা তদবির করতে পারি। তাহলে আমাদের ছেলে-মেয়েরা কিছুটা হলেও চাকরি পাবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments