ছবিতে থাকা এমএস-ডিওএস অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারটির বয়স ৩৯ বছর। কম্পিউটারটিতে ওপেন এআইয়ের চ্যাটজিপিটি ব্যবহার করে দেখিয়েছেন ইয়ো খেং মেং। চ্যাটজিপিটির দেওয়া সব উত্তরই ঠিকমতো দেখা গেছে। রেট্রো ধাঁচের টেক্সট বাদে আর কোনো ভিন্নতা দেখা যায়নি। ৬৪০ কিলোবাইট র্যাম চালিত আইবিএম ৫১৫৫ পোর্টেবল কম্পিউটারটি বাজারে এসেছিল ১৯৮৪ সালে।