ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল মা হয়েছেন। আজ সকালে তার কোলে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাজলের বোন নিশা আগারওয়াল।এছাড়া ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেন, দারুণ একটা সুন্দর দিন। তোমাদের সবার সঙ্গে বিশেষ একটা খবর শেয়ার করার তর সইছে না। অবশেষে এল সেই সুখবর।তখনই সবাই ধারণা করে নিয়েছিল যে, কাজল মা হয়েছেন। এরপর তো নিশা নিজেই স্পষ্টভাবে নিশ্চিত করেন। গত জানুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছিলেন কাজল। এরপর থেকে ইনস্টাগ্রামে নিজের মাতৃত্বের নানা অনুভূতি, অভিজ্ঞতা জানিয়ে আসছিলেন।সেগুলো দেখে ভক্তরাও মুগ্ধ হয়েছে। এবার থেকে ছেলেকে নিয়ে নতুন জীবন পার করবেন অভিনেত্রী। উল্লেখ্য, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর ব্যবসায়ী গৌতম কিসলুকে বিয়ে করেন কাজল আগারওয়াল।