Saturday, July 27, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAপুতিন গেলে, জেলেনস্কিকেও অবশ্যই ‘অংশগ্রহণ করতে হবে’: যুক্তরাষ্ট্র

পুতিন গেলে, জেলেনস্কিকেও অবশ্যই ‘অংশগ্রহণ করতে হবে’: যুক্তরাষ্ট্র

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি২০ সম্মেলনে যোগ দেন তাহলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অবশ্যই ওই সম্মেলনে ‘অংশগ্রহণ করতে হবে’ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে এ তথ্য জানায় বলে  মার্কিন সংবাদমাধ্যম  ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে। 

তবে জেলেনস্কি সশরীরে নাকি ভিডিও  কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশ নেবেন বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি। 

অবশ্য জেলেনস্কিকে আগামী নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে অংশ নিতে ইতোমধ্যেই আমন্ত্রণ জানিয়েছে ইন্দোনেশিয়া সরকার। 

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিংপিং জি-২০ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া আসবেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। 

বর্তমানে জি-২০ জোটের চেয়ারম্যান হলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। পুতিনকে আসন্ন এ সম্মেলন থেকে বাদ দেওয়ার জন্য ইন্দোনেশিয়ার ওপর চাপ প্রয়োগ করছে পশ্চিমা দেশগুলো।

তবে পুতিনকে আমন্ত্রিত অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টিতে রাজি হননি জোকো উইদোদো। এর বদলে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশেরই সফর করে দুই দেশের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়ে আসেন তিনি। 

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া-ইউক্রেনের দুই দেশের প্রেসিডেন্ট ইন্দোনেশিয়াকে ‘শান্তির পথ’ হিসেবে দেখে।

নভেম্বরে আসন্ন জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত থাকবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments