বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে রাশিয়াকে জিততে দেওয়া যাবে না।
নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী নিজ দেশে একটি বক্তৃতায় বলেন, এরকম আগ্রাসী কর্মকাণ্ড সাফল্য পাবে না- এটি আমাদের জন্যই ভালো হবে।
এরপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুশিয়ারি দিয়েছেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল। তিনি বলেছেন, রুশ সেনারা ইউক্রেনে যেমন আক্রমণ করছে যদি ন্যাটোভুক্ত কোনো দেশে এমন আক্রমণ করা হয় তাহলে ন্যাটোর সব দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িত হবে।
এ ব্যাপারে ন্যাটো সেক্রেটারি বলেন, পুতিন ইউক্রেন, জর্জিয়া এবং মলদোভায় যা করেছেন, ন্যাটোভুক্ত কোনো দেশে এমনটি করার চিন্তাও করেন তাহলে ন্যাটোর সব দেশ সঙ্গে সঙ্গে (রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে) জড়িয়ে পড়বে।
এদিকে ইউক্রেনে রাশিয়ার জয় ঠেকাতে ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনকে যুদ্ধের শুরু থেকেই অস্ত্র সহায়তা দিয়ে আসছে।
জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, লম্বা সময়ের জন্য ইউক্রেনকে অস্ত্র সহায়তা অব্যাহত রাখবেন তারা।
সূত্র: আল জাজিরা