Friday, September 22, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAপুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন বাইডেন

পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাসায়নিক বা কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারের সময় বাইডেনকে জিজ্ঞাসা করা হয়, পুতিন রাসায়নিক বা কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করলে বাইডেন পুতিনকে কি বলবেন। 

এ সময় বাইডেন পুতিনের উদ্দেশ্যে তিনবার বলেন, এমন করবেন না।  

বাইডেন বলেন,এই ধরনের অস্ত্র ব্যবহার করলে তারা যুদ্ধের গতিপ্রকৃতি পাল্টে দেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ধরনের অস্ত্র ব্যবহার হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

পুতিন যদি বিষয়গুলোকে এতদূর নিয়ে যান তবে যুক্তরাষ্ট্র কী করবে তা বিশদভাবে বলতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট।

এ ব্যাপারে তিনি বলেন, তারা বিশ্বের আগের চেয়ে আরও বেশি জাতিচু্যত হয়ে উঠবে। এবং তারা কী করে তার উপর নির্ভর করে পরবর্তী প্রতিক্রিয়া কি হবে তা নির্ধারণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments