Tuesday, May 28, 2024
spot_img
Homeবিনোদনপিয়ালের মৃত্যুতে স্থগিত অড সিগনেচারের কার্যক্রম

পিয়ালের মৃত্যুতে স্থগিত অড সিগনেচারের কার্যক্রম

ব্যান্ডদল অড সিগনেচারের ভোকালিস্ট ও গিটারিস্ট তানভীর আহসান পিয়ালের মৃত্যুর পর আপাতত ব্যান্ডের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সকালে এক ফেসবুক পোস্টে দলটি এই ঘোষণা দেয়। সামনে ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রকাশ করার কথা থাকলেও সেটি আপাতত স্থগিত করা হয়েছে।

শনিবার নরসিংদীর পাঁচদোনায় এক সড়ক দুর্ঘটনায় গাড়িচালক সালামসহ মারা গেছেন পিয়াল।

ব্যান্ডের অন্য সদস্যরাও আহত হয়েছেন। তবে দুর্ঘটনার সময় ছিলেন না ভোকালিস্ট মুনতাসির রাকিব ও বেজ গিটারিস্ট তাহমিদ। ২০১৭ সালে যাত্রা শুরুর পরই তরুণদের কাছে জনপ্রিয় হয় ব্যান্ডটি। তাদের ‘আমার দেহখান’ গানটি শ্রোতাদের মুখে মুখে।

এ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত পিয়াল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments