Wednesday, March 22, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিপিক্সেল ব্যবহারকারীদের জন্য অ্যানড্রয়েড ১৩ বেটা উন্মুক্ত

পিক্সেল ব্যবহারকারীদের জন্য অ্যানড্রয়েড ১৩ বেটা উন্মুক্ত

অ্যানড্রয়েড ১৩ এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করেছে গুগল। শুধু পিক্সেল ফোন ব্যবহারকারীরা পরীক্ষামূলক সংস্করণটি ডাউনলোড করতে পারবেন। পিক্সেল ফোনে অ্যানড্রয়েড ১৩ বেটা ১ চলবে কি না, তা জানতে অ্যানড্রয়েড বেটা প্রগ্রাম ওয়েবসাইটে গিয়ে ফোন সম্পর্কে তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। সফলভাবে নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে বেটা সংস্করণটি ইনস্টলের সুযোগ মিলবে।

অ্যানড্রয়েড ১৩ এর ডেভেলপার প্রিভিউ থেকে জানা গেছে, এতে থাকবে ব্লু-টুথ লো এনার্জি অডিও সমর্থন। নতুনভাবে যুক্ত করা ফটো পিকার ফিচারের মাধ্যমে নির্ধারণ করে দেওয়া যাবে একটি অ্যাপ কোন কোন ছবি নিতে পারবে। নোটিফিকেশন স্প্যামের মাত্রা কমিয়ে আনার সুবিধাও যুক্ত হবে। নতুন কিছু আইকনও দেখা যাবে।

এরই মধ্যে যারা ডেভেলপার প্রিভিউ ব্যবহার করছেন তাঁরা স্বয়ংক্রিয়ভাবে অ্যানড্রয়েড ১৩ বেটা ১-এর আপডেট পেয়ে যাবেন।

আগামী ১১ ও ১২ মে হবে গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন গুগল আই/ও অনুষ্ঠান। সেখানে অ্যানড্রয়েড ১৩ সংস্করণ সম্পর্কে বিস্তারিত তথ্য দেবে গুগল। বছরের শেষ নাগাদ ফ্ল্যাগশিপ অ্যানড্রয়েড ফোনগুলোতে আপডেটটি পৌঁছে যাবে।      সূত্র : গিজমোদো

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments