প্রযুক্তি জায়ান্ট গুগল নিজেদের অ্যান্ড্রয়েড ব্যবস্থায় সর্বশেষ সিকিউরিটি প্যাঁচ প্রকাশের সময় পিক্সেল ডিভাইসের ‘মার্কআপ স্ক্রিনশট’ নামে পরিচিত এক টুলে বড় ধরনের দুর্বলতার উপস্থিতির কথা জানিয়েছে। এ সপ্তাহান্তে ‘সিভিই-২০২৩-২১০৩৬’ নামের ভালনারাবিলিটি আবিষ্কার করা সুপরিচিত রিভার্স ইঞ্জিনিয়ার সাইমন অ্যারনস ও ডেভিড বুকানন এ নিরাপত্তা দুর্বলতা সম্পর্কে আরও বেশ কিছু তথ্য শেয়ার করেছেন। তারা বলছেন, গুগলের নজরদারি ব্যবস্থা যে ধরনের, তাতে পিক্সেল ডিভাইস ব্যবহারকারীরা এখনো তাদের পুরোনো ছবি হারিয়ে ফেলার ঝুঁকিতে আছেন। সংক্ষেপে বললে, ‘অ্যাক্রলিপস’ নামের এ দুর্বলতা কাউকে মার্কআপ টুলে ক্রপ করা ‘পিএনজি’ স্ক্রিনশট ও ছবির অন্তত কয়েকটি অংশ এডিট করার সুযোগ করে দিয়েছে। কোনো বাজে ব্যবস্থা এ সক্ষমতার অপব্যবহার করতে পারে, এমন দৃশ্যপট কল্পনা করা বেশ সহজ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। এর উদাহরণ হিসাবে ধরা যায়, কোনো পিক্সেল ডিভাইসের মালিক এ টুল ব্যবহার করে যদি ছবি এডিট করেন, তবে, কেউ এ দুর্বলতার সুযোগ নিয়ে তথ্য ফাঁস করে দিতে পারে। এর প্রযুক্তিগত বিস্তারিত বুকানন প্রকাশ করেছেন তার ব্লগে।