Monday, March 27, 2023
spot_img
Homeখেলাধুলাপিএসজি, জুভেন্টাসসহ ৮ ক্লাবকে উয়েফার জরিমানা

পিএসজি, জুভেন্টাসসহ ৮ ক্লাবকে উয়েফার জরিমানা

ইউরোপিয়ান ফুটবলে ফিন্যান্সিয়াল ফেয়ার-প্লে’র নিয়ম হলো, কোনো ক্লাব আয়ের চেয়ে বেশি ব্যয় করতে পারবে না। তিন বছরের আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে। এজন্য করা হয়েছে আর্থিক সংগতি নীতিও। সেই নীতি ভঙ্গ করেছে পিএসজি, জুভেন্টাসসহ মোট ৮টি ক্লাব। যেকারণে ক্লাবগুলোকে জরিমানা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়, নিয়ম ভঙ্গ করায় পিএসজিকে ১ কোটি ইউরো জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯৫ কোটি টাকা। উয়েফার হুঁশিয়ারি, ঘটনার পুনরাবৃত্তি হলে ৬ কোটি ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে।

পিএসজির পাশাপাশি জরিমানা দিতে হবে জুভেন্টাস, এসি মিলান, ইন্টার মিলান, রোমা, অলিম্পিক মার্শেই, মোনাকো ও বেসিকতাসকে। ৮ ক্লাবের মোট জরিমানার পরিমাণ ২ কোটি ৬০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা  প্রায় ২৪৫ কোটি ৯২ লাখ টাকার সমান। পিএসজি ছাড়া অন্য সাত ক্লাবকে মোট ১৬ মিলিয়ন ইউরো জরিমানা দিতে হবে।

ভবিষ্যতে নিয়ম ভঙ্গ করলে সব মিলিয়ে আট ক্লাবকে ১৭ কোটি ২০ লাখ ইউরো পরিশোধ করতে হতে পারে।
জরিমানার ক্ষেত্রে শেষ পাঁচ অর্থবছরকে বিবেচনায় নিয়েছে উয়েফা। ২০২০ ও ২০২১ অর্থবছরকে করোনা মহামারির কারণে ছাড় দেয়া হয়েছে।

এছাড়াও ভবিষ্যতে এ বিষয়ে উয়েফার কড়া নজরদারিতে থাকবে ১৯টি ক্লাব। যেখানে রয়েছে চেলসি, লেস্টার সিটি, ম্যানচেস্টার সিটি, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, রেঞ্জার্সের মতো দলগুলো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments