Saturday, July 27, 2024
spot_img
Homeখেলাধুলাপিএসজি ও সিটির বিরুদ্ধে উয়েফার কাছে লা লিগার অভিযোগ

পিএসজি ও সিটির বিরুদ্ধে উয়েফার কাছে লা লিগার অভিযোগ

বিশ্ব ফুটবলের দলবদলের বাজারে সবার চেয়ে এগিয়ে পিএসজি ও ম্যানচেস্টার সিটি। অর্থের ঝনঝনানিতে এই দুই ক্লাব যেনো ছাড়িয়ে গেছে সবাইকে। কাড়ি কাড়ি টাকা দিয়ে খেলোয়াড় দলে ভেড়াচ্ছে ক্লাব দুটি। তবে ক্লাব দুটিই বৈধ উপায়ে করছে না এগুলো।

উয়েফার বেধে দেওয়া ‘ফিন্যানসিয়াল ফেয়ার প্লে’ আইন ভেঙে এসব করছে বলে উয়েফার নিকট অভিযোগ জানিয়েছে লা লিগা।

লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস বুধবার এক বিবৃতিতে বলেছেন,’লা লিগা বুঝতে পেরেছে যে ক্লাবগুলোর ব্যয় করা এইসব অর্থ নিয়মের বাইরে অর্থায়ন দ্বারা হয়েছে। হয় টাকাটা সরাসরি ক্লাবে এসেছে অথবা এমন সব স্পন্সরশীপ বা চুক্তির মাধ্যমে হয়েছে যা বাজারের শর্ত মানেনি। আগামীতে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স এবং সুইজারল্যান্ডের বিচার ব্যবস্থার মাধ্যমে আরও আইনি পদক্ষেপ নেওয়া হবে। কারণ লা লিগার ধারণা, এই ক্লাব দুটি ক্রমাগত ‘ফিনানসিয়াল ফেয়ার প্লে’র বর্তমান নিয়ম লঙ্ঘন করে চলেছে। ‘

এর আগে পিএসজির বিরুদ্ধে ফিন্যানসিয়াল ফেয়ার প্লে ভাঙার অভিযোগ উঠেছিল। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে নতুন করে চুক্তি বৃদ্ধি করে পুরনো সেই বিষয়টি আবারও সামনে চলে এসেছে। এদিকে বড় অঙ্কের বিনিময়ে আর্লিং হালান্ডকে দলে টেনেছে ম্যানচেস্টার সিটি। লা লিগার দাবি তারাও মানেনি উয়েফার নিয়ম নীতি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments