Wednesday, October 4, 2023
spot_img
Homeখেলাধুলাপিএসজির নিষ্ক্রিয়তা অবাক করেছে বায়ার্ন কোচকে

পিএসজির নিষ্ক্রিয়তা অবাক করেছে বায়ার্ন কোচকে

ঘরের মাঠ, চেনা প্রাঙ্গণ এবং গ্যালারিভর্তি দর্শকের সমর্থন- পার্ক দেস প্রিন্সেসে কিছুই সহায়ক হয়নি প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। আক্রমণে সফরকারী দল বায়ার্ন মিউনিখের ধারে কাছেও ছিল না স্বাগতিকরা। উল্টো আধিপত্য দেখিয়ে জয় তোলে নেয় বাভারিয়ানরা। মঙ্গলবার রাতে পিএসজির মাঠে চ্যাম্পিয়নস লীগের প্রথম লেগে ১-০ গোলের জয় পায় বায়ার্ন। হোমগ্রাউন্ডে লা প্যারিসিয়ানদের নিষ্ক্রিয় পারফরম্যান্সে বিস্ময় প্রকাশ করেছেন মিউনিখ কোচ জুলিয়ান নাগেলসম্যান।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে দাপট দেখায় বায়ার্ন মিউনিখ। ৫৪ শতাংশ বল দখলে রেখে ১৮টি শটের ৭টি লক্ষ্যে রাখে সফরকারীরা। বিপরীতে রক্ষণ সামলে ৯টি গোলমুখী প্রচেষ্টা ছিল পিএসজির। লক্ষ্যে ছিল মাত্র ৪টি শট। গোলশূন্য প্রথমার্ধের পর বিরতির পরই এগিয়ে যায় বায়ার্ন। ৫৩তম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন কিংসলে কোম্যান।

বাকি সময়ে মেসি-নেইমাররা ম্যাচে ফেরার চেষ্টা করে ব্যর্থ হন। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ম্যাচটি খেলেননি পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। 

ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখ কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেন, ‘প্রথম ২৫ মিনিট সত্যিই দুর্দান্ত খেলেছি আমরা। পিএসজির মাঠে বল পজেশনে অনেক এগিয়ে থাকাটা আমাকে চমকে দিয়েছে। আমরা প্রত্যাশা করিনি, পিএসজি এতটা নিষ্ক্রিয়ভাবে খেলবে।’
নাগেলম্যান বলেন, ‘বিরতির পর আমরা অসাধারণ শুরু (গোল) করি। এরপর ম্যাচে কিছুটা ভারসাম্য আনার চেষ্টা করেছে তারা।’

আগামী  ৮ই মার্চ শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। রাত ২টায় বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ঘরের মাঠে ব্যর্থতার পর পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের দ্বিতীয় লেগে প্রত্যাবর্তনের প্রত্যয় ব্যক্ত করেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি এটা বলতে সাহস করছি যে, আগামী তিন সপ্তাহে আমরা আরও ভালো প্রস্তুতি নেবো। বায়ার্নের মাঠে ম্যাচের শেষ ২৫ থেকে ৩০ মিনিট ভালো খেলতে পারলে আমরা জয় পাবো।’

গালতিয়ের বলেন, ‘দ্বিতীয় লেগ শুরু হতে তিন সপ্তাহ সময় রয়েছে। এর মধ্যে অনেকেই চোট সারিয়ে মাঠে ফিরবে। আমরা তাজা খেলোয়াড় পাব।’ গালতিয়েরের কথায় এমবাপ্পেকে ফিরে পাওয়ার ইঙ্গিত রয়েছে। দ্বিতীয় লেগের আগেই পিএসজির অনুশীলনে ফেরার কথা এই ফরাসি ফরোয়ার্ডের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments