কোনো কারণে আক্রমণের শিকার হলে যাতে পাল্টা জবাব দেওয়া যায়, সেজন্য মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ‘পাল্টা আক্রমণ সক্ষমতা’ ব্যবহারের কথা ভাবছে জাপান।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে জাপানের এক সংবাদমাধ্যম। সে প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং এর কনিষ্ঠ জোট অংশীদার কোমেইতোর বৈঠকে শুক্রবার এক নীতি বিষয়ক নথি উত্থাপন করা হয়। সেখানেই তুলে ধরা হয়েছে প্রস্তাবটি।
গণমাধ্যম বলছে, জাপানের ক্ষমতাসীন দল এর আগে এপ্রিলে এক প্রস্তাব রাখে। তাতে বলা হয় সরকারের পক্ষ থেকে শত্রু ঘাঁটিতে আঘাত হানার মতো সক্ষমতা থাকার ব্যাপারে ঘোষণা দেওয়া হোক। এতে করে টোকিও শত্রুদের কমান্ড সেন্টার এবং ক্ষেপণাস্ত্র আগেই নিষ্ক্রিয় করে ফেলার একটি সুযোগ পাবে।
শনিবারের প্রতিবেদনে সূত্র দাবি করে, ক্ষমতাসীন দল এ বিষয়ের বিস্তারিত নিয়ে আলোচনা করবে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে, টোকিও ঠিক কোন পরিস্থিতিতে এই সক্ষমতা ব্যবহার করবে এবং কী লক্ষ্য করা হতে পারে ইত্যাদি।
সূত্র আরো জানায়, এই সক্ষমতার অংশ হিসেবে জাপান দূর পাল্লার অস্ত্র প্রয়োগের কথাও ভাবছে যা বর্তমানে দেশে নির্মাণাধীন। সূত্র: স্পুৎনিক