Friday, September 22, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিপাবলিক চার্জিং পোর্ট ব্যবহার ঝুঁকিপূর্ণ : এফবিআই

পাবলিক চার্জিং পোর্ট ব্যবহার ঝুঁকিপূর্ণ : এফবিআই

হোটেল, এয়ারপোর্ট ও শপিং মলে স্থাপিত চার্জিং ডকে ফোন চার্জ করা ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে তারা জানিয়েছে, পাবলিক ইউএসবি পোর্ট ব্যবহার করে কিভাবে ম্যালওয়্যার প্রবেশ করাতে হয় এবং ডিভাইস নজরদারিতে রাখতে হয় তার কৌশল বের করে ফেলেছে সাইবার অপরাধীরা। ইউএসবি পোর্টের মাধ্যমে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করিয়ে ডিভাইস থেকে পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা। এরপর সেগুলো বিক্রি করে। তাই ভ্রমণের সময় নিজস্ব চার্জার, ইউএসবি কর্ড বহন এবং ইলেকট্রিক্যাল আউটলেট ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। এ ছাড়া প্রতিটি অনলাইন অ্যাকাউন্টের জন্য শক্তিশালী পাসওয়ার্ড দিতে এবং সেগুলো নিয়মিত পরিবর্তন করতে বলেছে তারা। পাবলিক চার্জিং ডক থেকে ফোন হ্যাক করার প্রক্রিয়াকে বলা হয় ‘জুস জ্যাকিং’। একান্তই পাবলিক ইউএসবি পোর্ট ব্যবহারে বাধ্য হলে ইউএসবি ডাটা ব্লকার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা।

     সূত্র : ইন্ডিয়া টুডে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments