কানাডিয়ান স্টার্টআপ ওনেকা টেকনোলজিস তৈরি করেছে ভাসমান পানি বিশুদ্ধকরণ যন্ত্র। এটি সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করে খাওয়ার উপযোগী করে। সমুদ্রের ঢেউ থেকে এটি বিদ্যুত্ উত্পন্ন করে চলাচল করতে পারে। অন্যান্য উপকূলভিত্তিক বড় বড় পানি বিশুদ্ধকরণের প্লান্ট জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে।
এটা থেকে বের হয়ে আসতে পরিবেশবান্ধব বিশুদ্ধকরণ যন্ত্র বানিয়েছে ওনেকাটেকনোলজিস। সূত্র : বিবিসি