টাঙ্গাইলের মির্জাপুরে কুকুরের কামড়ে নারীসহ ১১জন আহত হয়েছে। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে মির্জাপুর পৌর শহরের ইউনিয়নপাড়া ও বাইমহাটী এলাকায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে তিনজন কুমুদিনী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ একটি কুকুর ইউনিয়নপাড়ার বাসিন্দা সাবেক ইউপি সদস্য আলী হোসেন (৬৫) নামে এক ব্যক্তিকে কামড় দিয়ে দৌড়ে পালায়। পরবর্তীতে একই কুকুর বাইমহাটী গ্রামের নুপুর সরকার (৪৪) এবং বাজার এলাকার এক নারীসহ ১১ জনকে কামড়েছে। এদের মধ্যে তিনজন কুমুদিনী হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
কুকুরের কামড়ে আহত ইউনিয়নপাড়ার আলী হোসেন বলেন, সকালে হাঁটছিলাম। কিছু বুঝে উঠার আগেই আচমকা একটি কুকুর আমার পায়ে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে জানতে পারি আরো অনেককেই কুকুরে কামড়েছে।