Sunday, March 26, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAপাকিস্তান সফরে ইলহান ওমর

পাকিস্তান সফরে ইলহান ওমর

পাকিস্তান সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম কংগ্রেস ওমেন ইলহান আবদুল্লাহ ওমর।

চার দিন সফরে বুধবার ভোরে ইসলামাবাদে পৌঁছান তিনি। সেখানে মার্কিন ডিজি মোহাম্মদ মুদাসির টিপু ইলহানকে স্বাগত জানান।

এ সফরে তিনি কাশ্মীর পরিদর্শন করবেন। এ ছাড়া তিনি লাহোর সফর করবেন এবং পাকিস্তানের নতুন সরকারের সঙ্গেও বৈঠক করবেন।

৩৭ বছর বয়সি ইলহান ওমর ডেমোক্র্যাট দলের হয়ে কংগ্রেসে মিনিসোটা অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করছেন। ২০১৮ সালে কংগ্রেসে নির্বাচিত দুই মুসলিম নারীর একজন তিনি।

সোমালিয়া বংশোদ্ভূত এই প্রাক্তন শরণার্থী মার্কিন কংগ্রেসে  প্রতিনিধিত্বকারী প্রথম কৃষ্ণাঙ্গ নারী। সাধারণ নির্বাচনে তিনি ৭৮ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। আর এটি ছিল মিনিসোটার ইতিহাসে কোনো নারী প্রার্থীর পাওয়া সর্বোচ্চ ভোট।

জয়লাভের পরে তিনি তার দাদার একটি কুরআন শরিফের অনুলিপিতে হাত রেখে শপথগ্রহণ করেছিলেন।
ইলহান ওমর ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণের পক্ষে। প্রায়ই তাদের সমর্থনে টুইট করে থাকেন তিনি।

তথ্যসূত্র: জিও নিউজ, ডন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments