Wednesday, March 22, 2023
spot_img
Homeআন্তর্জাতিকপাকিস্তানে আফগান শরণার্থী আটক, শঙ্কায় জাতিসংঘ 

পাকিস্তানে আফগান শরণার্থী আটক, শঙ্কায় জাতিসংঘ 

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সিন্ধু প্রদেশে ১৭৮ আফগান নাগরিককে আটক করেছে পাকিস্তান। এর মধ্যে ১২৯ জনই নারী, বাকিরা শিশু। এসব আফগান শরণার্থী আটকে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর। খবর এএনআইয়ের। 

পাকিস্তানে অবস্থিত ইউএনএইচসিআরের মিশনের পক্ষ থেকে এক টুইটবার্তায় এ শঙ্কা প্রকাশ করা হয়। টুইটে বলা হয়, ‘আফগান নারী ও শিশুদের কারাগারের ভেতরে অবস্থান অমানবিক।’

এদিকে সিন্ধু প্রদেশের মন্ত্রী শারজিল মেমন বলেছেন, ‘আটক নারীদের জেলে রাখা হয়েছে, শিশুদের নয়।’  
পাকিস্তান পিপলস পার্টির এই নেতা আরও জানিয়েছেন, ‘শিশুদের গ্রেপ্তার করা হয়নি। আইন অনুসারে সাত বছরের কমবয়সী সব শিশু মায়ের সঙ্গে জেলের ভেতর থাকতে পারবে।’ 

মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে মা ও শিশু জেলের ভেতর থাকা অবস্থায় একটি ছবি ভাইরাল হওয়ার পর নানা আলোচনা-সমালোচনার সূত্রপাত হয়। এরপরই এ নিয়ে টুইট করেন পাকিস্তানে জাতিসংঘ শরণার্থী সংস্থার হাইকমিশনার।  

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments